Key Responsibilities
১. সংস্থার নির্ধারিত কর্ম এলাকাতে ক্ষুদ্রঋণ কার্যক্রম ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার সম্ভাব্যতা যাচাই ও বিশ্লেষণ করা।
২. ক্ষুদ্রঋণ কর্মসূচীর চাহিদা অনুযায়ী মাঠপর্যায়ে যাচাই করে উপযুক্ত সদস্য নির্বাচন ও ভর্তি প্রক্রিয়ায় সহায়তা করা।
৩. দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সংস্থার গৃহীত প্রকল্পসমূহ বাস্তবায়ন করা।
৪. সদস্যদের নিয়ে সংগঠন গঠন ও সঞ্চয়ী মনোভাব গড়ে তোলার মাধ্যমে অর্থনৈতিক সচেতনতা বৃদ্ধি করা।
৫. মাঠ কর্মীদের (FCO) কাজের গুণগত মান উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা ও নিয়মিত তদারকি করা।
৬. সংস্থার ক্ষুদ্রঋণ কর্মসূচী ও সামাজিক উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নে কাজ করা।
৭. সদস্যদের পাশ বই ও আদায় শিটের সাথে ক্রসচেক করে কোনো ধরনের ভুল বা অসামঞ্জস্যতা পাওয়া গেলে যথাযথভাবে সংশোধন করা।
৮. সঠিক রিপোর্ট তৈরি, সংরক্ষণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট যথাসময়ে উপস্থাপন করা।
৯. যে কোনো প্রকার চ্যালেঞ্জিং পরিস্থিতিতে দায়িত্ব পালন করা।
১০. নেতৃত্ব গুণসম্পন্ন এবং দলগতভাবে কাজ করার সক্ষমতা থাকা।
১১. বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মোটরসাইকেল চালনায় দক্ষতা থাকতে হবে ।
১২. তত্ত্বাবধায়কের সকল আইনসম্মত ও দায়িত্বপূর্ণ নির্দেশাবলি আন্তরিকভাবে পালন করা।
Job Descriptions
চাকরির ধরন
ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতা
• স্নাতকোত্তর (যে কোন বিষয়ে)
চাকরির আরো প্রয়োজনীয় বিষয়সমূহ
• বয়স সর্বোচ্চ ৩২ বছর
• পুরুষ এবং নারী উভয় আবেদন করতে পারবেন
কর্মস্থলঃ
বাংলাদেশের যে কোন জেলা/উপজেলা/থানা
বেতনঃ
• টাকা. ২৭৯১৫ (মাসিক)
• মাসিক বেতন ছাড়াও সংস্থার মানব সম্পদ ব্যবস্থাপনা নীতিমালা ও কার্যপ্রক্রিয়া অনুযায়ী অন্যান্য ভাতা এবং সুযোগ সুবিধাদি যেমন কন্ট্রিবিউটরী প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, বাৎসরিক ইনক্রিমেন্ট, ২টি উৎসব বোনাস, কর্মী কল্যাণ তহবিল, কর্মী ঋণ, মোটর সাইকেল ঋণ, দূরত্ব ভাতা এবং বাসস্থান সুবিধা (শুধুমাত্র মেট্রোপলিটন সিটির বাহিরে কর্মরত কর্মীদের জন্য) প্রভৃতি পাবেন।
সুযোগ-সুবিধাসমূহ
• Mobile bill, Provident Fund, Gratuity
• Festival Bonus: 2 (Yearly)
• বৈশাখী ভাতা প্রদান করা হয়
বিশেষভাবে উল্লেখ্য:
১. আবেদন করার পর বিকাশের মাধ্যমে পরীক্ষার ফী বাবদ উদ্দীপন ওয়েব সাইটের মাধ্যমে থেকে ৩০০ টাকা জমা দিতে হবে।
২. যোগদানের সময় ফেরতযোগ্য ১০,০০০ টাকা জামানত হিসেবে জমা দিতে হবে।
৩. যোগদানের সময় সকল মূল সাটিফিকেট অফিসে জমা দিতে হবে।
৪. প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীকক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।
৫. নিয়োগের ক্ষেত্রে সংস্থার বিধি বিধানের কোন সংশোধন/পরিবর্তন করা হলে তা অনুসরন করা হবে।
৬. আবেদনকারীদের মধ্য হতে বাচাইকৃত যোগ্য প্রার্থীদের পরীক্ষার জন্য ডাকা হবে।
আবেদন করার প্রক্রিয়া জানার জন্য youtube ভিডিওটি দেখে সাহায্য নিতে পারেন https://www.youtube.com/watch?v=LM6SwCxaVyU