Key Responsibilities
১.কিস্তি আদায় ও সঞ্চয় আদায়।
২.সরজমিনে সদস্য যাচাই ভর্তি।
৩.সরজমিনে তথ্য ভিওিক ঋণী যাচাই।
৪.ইস্যুভিত্তিক আলোচনা এবং সংগঠনের শৃঙ্খলা ঠিক রাখা।
৫.সকল প্রকার পাশ বই ক্রস চেক করে ঠিক রাখা।
৬.দৈনিক/মাসিক/অর্ধ-বার্ষিক/বার্ষিক প্রতিবেদন নিভুলভাবে তৈরি ও সংরক্ষন করা ।
৭.প্রতি সপ্তাহে রিপোটের সাথে জেনারেল লেজার মিল করন নিশ্চিত করা ।
Job Descriptions
চাকরির ধরন
ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতা
• HSC
চাকরির আরো প্রয়োজনীয় বিষয়সমূহ
• বয়স সর্বোচ্চ ৩২ বছর
• উভয় পুরুষ এবং নারীরা আবেদন করতে পারবেন
কর্মস্থলঃ
বাংলাদেশের যেকোন স্থানে
বেতনঃ
• টাকা. ২০৮৯৮ (মাসিক) এইচএসসি
• টাকা. ২২৯০০ (মাসিক) স্নাতক
• টাকা. ২৩৯০১ (মাসিক) স্নাতকোত্তর
• মাসিক বেতন ছাড়াও সংস্থার মানব সম্পদ ব্যবস্থাপনা নীতিমালা ও কার্যপ্রক্রিয়া অনুযায়ী অন্যান্য ভাতা এবং সুযোগ সুবিধাদি যেমন কন্ট্রিবিউটরী প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, বাৎসরিক ইনক্রিমেন্ট, ২টি উৎসব বোনাস, কর্মী কল্যাণ তহবিল, কর্মী ঋণ, মোটর সাইকেল ঋণ, দূরত্ব ভাতা এবং বাসস্থান সুবিধা (শুধুমাত্র মেট্রোপলিটন সিটির বাহিরে কর্মরত কর্মীদের জন্য) প্রভৃতি পাবেন।
সুযোগ-সুবিধাসমূহ
• Mobile bill, Provident Fund, Gratuity
• Festival Bonus: 2 (Yearly)
• বৈশাখী ভাতা প্রদান করা হয়
বিশেষভাবে উল্লেখ্য:
১. আবেদন করার পর বিকাশের মাধ্যমে পরীক্ষার ফী বাবদ উদ্দীপন ওয়েব সাইটের মাধ্যমে থেকে ৩০০ টাকা জমা দিতে হবে।
২. যোগদানের সময় ফেরতযোগ্য ১০,০০০ টাকা জামানত হিসেবে জমা দিতে হবে।
৩. যোগদানের সময় সকল মূল সাটিফিকেট অফিসে জমা দিতে হবে।
৪. প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীকক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।
৫. নিয়োগের ক্ষেত্রে সংস্থার বিধি বিধানের কোন সংশোধন/পরিবর্তন করা হলে তা অনুসরন করা হবে।
৬. আবেদনকারীদের মধ্য হতে বাচাইকৃত যোগ্য প্রার্থীদের পরীক্ষার জন্য ডাকা হবে।
আবেদন করার প্রক্রিয়া জানার জন্য youtube ভিডিওটি দেখে সাহায্য নিতে পারেন https://www.youtube.com/watch?v=LM6SwCxaVyU